সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সান্তোরিনিতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে দ্বীপ ছাড়ছে হাজার হাজার মানুষ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৫
৯:৩০ পূর্বাহ্ণ

এজিয়ান সাগরের আগ্নেয় দ্বীপ সান্তোরিনিতে কয়েক দিনের কম্পনের পর শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

গ্রীক দ্বীপপুঞ্জের সান্তোরিনির কাছে ৫.২ মাত্রার ভূমিকম্পটি রিখটার স্কেলে রেকর্ড করা হয়েছে। এ ঘটনার পর হাজার হাজার মানুষ দ্বীপটি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। ১১ হাজারেরও বেশি মানুষ ইতোমধ্যেই সান্তোরিনি ছেড়ে চলে গেছে, যার মধ্যে ৭ হাজার মানুষ ফেরি এবং ৪ হাজার মানুষ আকাশপথে দ্বীপ ছেড়েছে।

বিবিসি জানিয়েছে, এ ভূমিকম্পটি ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ৯টা ৯ মিনিটে আঘাত হানে। এটি সাম্প্রতিক দিনের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল। ভূমিকম্পের উৎস ৫ কিলোমিটার গভীরে ছিল। যদিও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

ভূমিকম্পের কারণে সান্তোরিনি, আনাফি, পারোস, নাক্সোস ও মাইকোনোসসহ প্রতিবেশী দ্বীপগুলোতে স্কুল বন্ধ থাকবে।

জলবায়ু ও নাগরিক সুরক্ষা মন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস জানিয়েছেন, বিশেষ অগ্নিনির্বাপক ইউনিটসহ জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় দলগুলো সান্তোরিনিতে পাঠানো হয়েছে।

গত কয়েকদিনে সান্তোরিনিতে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং স্থানীয়দের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।