সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

পশ্চিমবঙ্গে ট্রেনে মুসলিম শিক্ষার্থীকে মারধর, তদন্তে রেলওয়ে পুলিশ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৭, ২০২৫
৮:৪৫ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গে গেদে-শিয়ালদহগামী ট্রেনে এক মুসলিম শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। রেজাউল ইসলাম মণ্ডল নামের ওই শিক্ষার্থী বাংলাদেশে ইজতেমায় যোগ দিয়ে ফেরার পথে উগ্রবাদীদের হামলার শিকার হন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, “রেজাউল আলিয়া বিশ্ববিদ্যালয়ের এম.টেক শিক্ষার্থী। ট্রেনের এক যাত্রীর অনুরোধে তার ব্যাগ সরানোর পরই ১০-১২ জন উগ্রপন্থী তাকে ঘিরে ধরে আসন ছাড়তে বলে। এরপর তাকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মারধর শুরু হয়।”

তিনি জানান, “আমি ভারতীয় নাগরিক বলে বারবার বোঝালেও তারা গালিগালাজ করে, দাঁড়ি ধরে টানে এবং টুপি খুলে ফেলে। আমার বন্ধু সাজিদ মির্জা বাধা দিতে গেলে তাকেও ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।”

হামলার পর রেজাউল চিকিৎসা নিয়ে হরিপাল থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে শিয়ালদহ সরকারি রেলওয়ে পুলিশ তার অভিযোগ নেয় এবং তদন্ত শুরু করে।

এ ঘটনায় পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।