ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আলোচনা হয়েছে। বৃহস্পতিবার এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের অনুরোধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ভারত।
রাজ্যসভার সদস্য ডা. জন বৃত্তাসের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে প্রবেশের আগে করা অপরাধের অভিযোগে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। তবে এ বিষয়ে ভারত এখনো আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি।
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়, যাতে শেখ হাসিনাকে বিচারিক প্রক্রিয়ার জন্য ফেরত পাঠানো হয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘‘আমরা ভারতকে স্পষ্ট করে জানিয়েছি, তাকে বিচারিক প্রক্রিয়ায় ফেরত চাওয়া হচ্ছে।’’
এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনা এবং অন্যদের ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ চুক্তির আওতায় বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে।
এ বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট না হওয়ায় বাংলাদেশের রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।