সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ব্রাজিলে ছোট বিমান দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৮, ২০২৫
৮:৩৭ পূর্বাহ্ণ

ব্রাজিলের সাও পাওলোর ব্যস্ত সড়কে একটি ছোট বিমান আছড়ে পড়েছে এবং পরে একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং ছয়জন আহত হয়েছেন।

সিএনএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও ভিসেন্তেতে বিমানটি দুর্ঘটনায় পড়ে। মিলিটারি পুলিশ জানায়, বিমানটির ভেতরে থাকা দুজন যাত্রী পুড়ে নিহত হন, এবং দুর্ঘটনার পর এক মোটরসাইকেল চালকসহ ছয়জন আহত হন। আহতদের মধ্যে একজন বাসযাত্রীও আছেন, যাদের শরীরে বিমানের ধ্বংসাবশেষের আঘাত লেগেছে।

দুর্ঘটনার পর একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছোট বিমানটি মহাসড়কে দ্রুত গতিতে আছড়ে পড়ছে, এবং সড়কে ছিটকে যাওয়ার পর দাউ দাউ করে আগুন ধরে যায়। বিমানটি রাস্তার জ্যামে আটকে থাকা গাড়িগুলোর খুব কাছ দিয়ে চলে গেলেও বড় ধরনের ক্ষতি হয়নি।

বিমানটি রিও গ্র্যান্ডে দো সুইয়ের পোর্তো অ্যালার্গে যাচ্ছিল এবং কাম্পো দে মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার কয়েক মিনিট আগে বিমানটি কন্ট্রোল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সান্তা কাসা দে মিসেরিকোর্দিয়া ও উপা সান্তানা হাসপাতালে ভর্তি করা হয়েছে।