বিপিএল ২০২৫ এর ফাইনালে নাটকীয় এক ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। তারা চিটাগাং কিংসকে ৩ বল এবং ৩ উইকেট হাতে রেখে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করেছে। এই ম্যাচটি ছিল একপেশে মেজাজে শুরু হলেও শেষ পর্যন্ত পাল্টা লড়াইয়ের মধ্যে উত্তেজনা ছিল ভরপুর।
চিটাগাং কিংস প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে, তবে এই বিশাল লক্ষ্য তাড়ায় বরিশাল শুরু থেকেই তামিম ইকবালের ঝোড়ো ব্যাটিংয়ে এগিয়ে যায়। তামিম ২৯ বলে ৫৪ রান করে দলের ভিত্তি গড়ে দেন। তার পর কাইল মায়ার্স ২৮ বলে ৪৬ রান করে বরিশালের লক্ষ্য পূরণের পথ সুগম করেন।
তবে, শুরুর ঝড়ের পর শরিফুল ইসলাম দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে চিটাগাংয়ের আশা জাগান। মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয় আউট হওয়ার পর বরিশাল কিছুটা চাপে পড়ে, কিন্তু রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে তারা জয় নিশ্চিত করে।
চিটাগাংয়ের দুর্বল ফিল্ডিং বরিশালের জন্য অতিরিক্ত সুবিধা এনে দেয়। একাধিক সুযোগ মিস করার পর চিটাগাং কিংস শেষ পর্যন্ত ২০২৫ বিপিএল শিরোপা হারিয়ে রানার্স-আপ হয়ে বিদায় নেয়।
চিটাগাং কিংসের হয়ে শরিফুল ইসলাম সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন, নাঈম ইসলাম ২ এবং বিনুরা ফার্নান্দো একটি উইকেট শিকার করেছেন।