সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বরিশাল, প্রস্তুত হচ্ছে লঞ্চ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৮, ২০২৫
৮:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর অধিনায়ক তামিম ইকবাল ঘোষণা দিয়েছেন, তারা ৯ ফেব্রুয়ারি (রোববার) নিজেদের শহর বরিশালে ট্রফি নিয়ে যাবেন। গতবার শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশালে যেতে পারেননি তারা, তবে এবার তামিম আশা করছেন, তার শহরের মানুষ তাদেরকে স্বাগত জানাবে।

ম্যাচ শেষে তামিম বলেন, “গতবার আমরা বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে (ফেব্রুয়ারি) আসব। আশা করি, বরিশালে যারা আছেন সবাই আমাদের স্বাগত জানাবেন এবং আমাদের কাপসহ দেখতে পাবেন।”

টুর্নামেন্টের শুরুতে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান বলেছিলেন, দলের বড় পরিকল্পনা তামিমের কাছ থেকেই আসে। এবারও সে কথার প্রতিফলন ঘটেছে, তামিম নিজের বক্তব্যে বলেন, “অবিশ্বাস্য (আবারও জিতলাম)। আমি মালিককে ধন্যবাদ জানাবো। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি, তিনি তা করতে দিয়েছেন।”

তামিম তার দলের সকল সদস্যকে কৃতিত্ব দিয়ে বলেছেন, “আমাদের দল অভিজ্ঞতায় ভরপুর ছিল। রিশাদ, হৃদয়, শান্তদের মতো তরুণরা ছিলেন। আরিফুল হক খেলতে না পারার জন্য আমি হতাশ, তার মতো আরও বড় তারকা আমরা দেখতে পারতাম।”

শিরোপা নির্ধারণী ম্যাচে চিটাগাং কিংসকে ১৯৪ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৩ ওভারে ৩ উইকেট হাতে রেখেই ফরচুন বরিশাল জয়লাভ করে। এটি বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানতাড়ায় শিরোপা জয়ের রেকর্ড হয়ে দাঁড়িয়েছে।

এবার ৯ ফেব্রুয়ারি বরিশালে গিয়ে ট্রফি নিয়ে উৎসব করবেন তামিম ইকবাল এবং তার দল ফরচুন বরিশাল।