শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

অমর একুশে বইমেলায় তসলিমা নাসরিনের চুম্বন বই ঘিরে স্টল বন্ধ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১১, ২০২৫
৯:০৪ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক :

অমর একুশে বইমেলায় লেখক তসলিমা নাসরিনের একটি বইকে কেন্দ্র করে উত্তেজনা তৈরির পর সাময়িকভাবে একটি বইয়ের স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ। এসময় সেখান থেকে একজনকে পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছে

রমনা জোনের ডিসি মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন ,এই ঘটনায় আমরা সব্যসাচী প্রকাশনার শতাব্দী ভব নামে একজনকে হেফাজতে নিয়েছি। আপাতত স্টলটি বন্ধ করা হয়েছে।

সে সময়ে ধারণ করা কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায় একদল ব্যক্তি সব্যসাচী প্রকাশনীর ওই স্টলে গিয়ে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে হট্টগোল তৈরি করে। এক পর্যায়ে তারা নানা ধরনের শ্লোগান দেয়া শুরু করলে পুলিশ সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বইমেলার কন্ট্রোল রুমে দায়িত্ব পালনরত পুলিশের একজন এসআই জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সব্যসাচীর স্টলে এই বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সাহায্যে মেলা থেকে বের করে নেওয়া হয় ওই স্টলের একজনকে। তবে যারা সেখানে হট্টগোল সৃষ্টি করেছে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।

পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, “সব্যসাচী স্টল থেকে আমরা যাকে হেফাজতে নিয়েছি, তাকে আটক করা হয় নি। তবে বইয়ের স্টলটি আপাতত বন্ধ আছে। তিনি নিষিদ্ধ বই বিক্রি করছিলেন এমন অভিযোগেই আমরা তাকে হেফাজতে নিয়েছি। প্রাথমিকভাবে স্টলটি বন্ধের পর বর্তমানে বইমেলার পরিস্থিতি স্বাভাবিক আছে।