রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জয়পুরহাটের আক্কেলপুরে যুবলীগ নেতা আটক

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১১, ২০২৫
১০:৫০ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ প্রতিবেদক :

জয়পুরহাটের আক্কেলপুরেও পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট। সোমবার রাতে বিশেষ এই অভিযানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাকে (৩৭) আটক করেছে পুলিশ।

থানা পুলিশ জানায়, সোমবার রাতে থানা মোড় এলাকা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে জুয়েল রানাকে আটক করা হয়েছে।

জুয়েল রানা আক্কেলপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনার মাধ্যমে তাকে আটক করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।