সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভারত থেকে ১৫ বাংলাদেশি দেশে ফেরত, আরও ৩৫ জন অপেক্ষায়

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৫
৭:৫১ অপরাহ্ণ

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ পুলিশ সেখানে বসবাসরত ১৫ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। এছাড়া, আগামী মার্চের মধ্যে আরও ৩৫ জনকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে।

আহমেদাবাদ পুলিশের সহকারী কমিশনার ভারত প্যাটেল জানান, গত বছর পুলিশের অপরাধ শাখা চাদোলা লেক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন শিশু কন্যাও ছিল।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ভুয়া ভারতীয় আধার কার্ডসহ জাল নথিপত্র উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে, বাংলাদেশ থেকে নারীদের পাচার করে সেখানে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।

পুলিশ নিশ্চিত করে, এ চক্রের সদস্যরা নারী ও তরুণীদের পাচারের পর জোরপূর্বক অবৈধ কাজে বাধ্য করত এবং এর মাধ্যমে উপার্জিত অর্থ বাংলাদেশে পাঠানো হতো।

দেশটির বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ১ ফেব্রুয়ারি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ১৫ জনকে দেশে ফেরত পাঠানো হয়। আগামী মার্চের মধ্যে আরও ৩৫ বাংলাদেশিকে ফেরানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে, দিল্লির দ্বারকা জেলা পুলিশ অবৈধ অভিবাসনের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, পাচার চক্রের নেটওয়ার্ক ও অর্থ লেনদেনের বিষয়ে তদন্ত চলছে।