সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সৌদিতে হজের নতুন শর্ত: প্রথমবার হজকারীদের অগ্রাধিকার

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৫
৭:৫৩ অপরাহ্ণ

চলতি বছরে সৌদি আরবের স্থানীয় বাসিন্দা ও বিদেশি নাগরিকদের জন্য হজ পালনের কিছু নতুন শর্ত ঘোষণা করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

নিয়ম অনুযায়ী, এবার যাদের আগে কখনো হজ করা হয়নি, তাদের রেজিস্ট্রেশনে অগ্রাধিকার দেওয়া হবে। তবে হজ যাত্রীদের গাইডদের ক্ষেত্রে এই শর্ত শিথিল থাকবে।

রেজিস্ট্রেশনের জন্য ন্যাশনাল আইডি কার্ড বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ কমপক্ষে জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে। তথ্য ভুল দিলে রেজিস্ট্রেশন বাতিল হতে পারে।

স্বাস্থ্যগত শর্ত অনুযায়ী, হজযাত্রীদের শারীরিকভাবে সক্ষম হতে হবে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কেউ হজ পালনের অনুমতি পাবেন না। এছাড়া, হজের আগে মেনিনজাইটিস ও মৌসুমী ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ কার্যক্রম শুরু হওয়ার পর কেউ যদি হজ করতে না চান, তবে তার পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না।

এবারের হজে শিশুদের সঙ্গে নেওয়ার অনুমতি নেই। এছাড়া, হজের সময় নির্ধারিত স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মানতে হবে। অনুমোদিত হজযাত্রীদের নুসুক অ্যাপে তাদের অনুমতিপত্র সংরক্ষণ ও প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে।

গত বছর হজে অংশ নিয়েছিল ১৮ লাখ মানুষ, যার মধ্যে ১৬ লাখ ছিলেন বিদেশি এবং ২ লাখ ছিলেন সৌদির স্থানীয় বাসিন্দা।