সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরিয়ায় নতুন সরকার গঠনের ঘোষণা

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৫
৭:৫৬ অপরাহ্ণ

আগামী মার্চ মাসে সিরিয়ায় নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।

বুধবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক বৈঠকে তিনি জানান, ১ মার্চ গঠিতব্য সরকারে জনগণের প্রতিনিধিত্ব থাকবে এবং দেশের বৈচিত্র্যকে বিবেচনায় নেওয়া হবে।

গত ডিসেম্বরে বিদ্রোহীদের আন্দোলনের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এরপর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির-আল শামের নেতা আহমেদ আল-শারা। তিনি ক্ষমতায় এসেই আসাদ আমলের সংসদ বিলুপ্ত করেন এবং দীর্ঘদিনের ক্ষমতাসীন দল বার্থ পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেন।

নতুন সরকার গঠনের পর বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ভেঙে দিয়ে তাদের সদস্যদের জাতীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, জাতীয় নির্বাচন আয়োজনে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে এবং এর আগে একটি জাতীয় সংলাপ আয়োজন করা হবে, যদিও এখনো তারিখ নির্ধারণ হয়নি।