আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে শুভমান গিলের সেঞ্চুরিতে ভারত ৩৫৬ রানের বড় সংগ্রহ গড়েছে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের চাপে ফেলেন ভারতের ব্যাটাররা। বিশেষ করে ওপেনার শুভমান গিল দুর্দান্ত ব্যাটিং করেন। ১০২ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১২ রানের ইনিংস খেলেন তিনি, যা আন্তর্জাতিক ওয়ানডেতে তার সপ্তম সেঞ্চুরি। তার ব্যাটিংয়ের সঙ্গে শ্রেয়াস আইয়ার ৭৮, বিরাট কোহলি ৫২ এবং লোকেশ রাহুল ৪০ রান যোগ করলে ভারতের সংগ্রহ সাড়ে তিনশ ছাড়িয়ে যায়।
এই ম্যাচে গিল ব্যক্তিগতভাবে বেশ কিছু রেকর্ড গড়েছেন। তিনি ওয়ানডেতে দ্রুততম ২৫০০ রানের মালিক হয়েছেন, যা এর আগে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার দখলে ছিল। এছাড়া ভারতের প্রথম ব্যাটার হিসেবে তিনি নিজের ৫০তম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করলেন।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও নতুন ইতিহাস গড়লেন গিল। তিনি একই ভেন্যুতে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি এবং আইপিএল—সব ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন, যা ভারতের অন্য কোনো ব্যাটার করতে পারেননি।
এই পারফরম্যান্সের মাধ্যমে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি বেশ ভালোভাবেই সেরে নিচ্ছে। এর আগে টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জেতার পর ওয়ানডে সিরিজও এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে স্বাগতিকরা।