রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে শ্রীলঙ্কার দুর্দান্ত জয়

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৫
৮:০২ অপরাহ্ণ

চারিথ আসালাঙ্কার সেঞ্চুরি ও মহেশ থিকশানার বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারালো শ্রীলঙ্কা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়লেও চারিথ আসালাঙ্কার অনবদ্য ১২৭ রানের ইনিংসে ভর করে ২১৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। শেষদিকে দুনিথ ভেল্লালাগের ৩০ রানের ইনিংস দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেয়।

লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই লঙ্কান স্পিনারদের সামনে ধুঁকতে থাকে। মাত্র ১৬৫ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট শিকার করেন মহেশ থিকশানা, আর আসিথা ফার্নান্দো ও ভেল্লালাগে নেন ২টি করে উইকেট।

এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।