সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে তারুণ্যের উৎসব

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৫
৮:০৪ অপরাহ্ণ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় চলছে তারুণ্যের উৎসব। এ উৎসবে শামিল হয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনও। ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে যুব কাবাডি (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা) প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ কাবাডি ফেডারেশন দেশে কাবাডি খেলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পেরেছে।

দেশের ৬১টি জেলায় অনুষ্ঠিত হচ্ছে ‘যুব কাবাডি (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা)’ প্রতিযোগিতা। ৮টি জোনে বিভক্ত হয়ে এতে অংশগ্রহণ করেছে ৩৩৯টি উপজেলা। বালক ও বালিকা মিলিয়ে মোট ৫২৯টি দল অংশগ্রহণ করেছে, এর মধ্যে ৩৩১টি দল বালক বিভাগের এবং ১৯৮টি দল বালিকা বিভাগের। জেলা পর্যায়ের প্রতিযোগিতার পর জোনাল পর্বে খেলা হয়েছে এবং বর্তমানে সেরা দলগুলো জাতীয় পর্বে অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে।

জাতীয় পর্বের প্রতিযোগিতা ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে। যেখানে মধুমতী, তিস্তা, ধানসিঁড়ি, ব্রহ্মপুত্র, রূপসা, সুরমা, পদ্মা ও কর্ণফুলী জোনের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলগুলো অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতায় তৃণমূল থেকে নির্বাচিত সেরা খেলোয়াড়দের দ্বারা গড়া দলগুলো অংশ নিবে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, ‘যুব কাবাডি প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল খেলোয়াড় বাছাই করা। হান্টিং প্রক্রিয়ার মাধ্যমে ৭ হাজার খেলোয়াড় থেকে চূড়ান্তভাবে ৫০ জন ছেলে ও মেয়ে বাছাই করা হবে। এই খেলোয়াড়দের আন্তর্জাতিক কোচের অধীনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’ তিনি আরও জানান, ‘চলতি বছর বাংলাদেশে বেশ কয়েকটি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, নেপাল, পাকিস্তান, ইরান ও ভারত থেকে দল আনার পরিকল্পনা রয়েছে।’

এ বিষয়ে গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ এবং তারুণ্যের উৎসবের কাবাডি বিভাগের অর্গানাইজিং কমিটির হেড অফ মার্কেটিং ওয়াহিদ মুরাদ।