সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত পুতিন-ট্রাম্প

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৫
৯:৫৫ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় তারা ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি ও পুতিন ইউক্রেনে চলমান প্রাণহানি বন্ধে একমত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানায়।

ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার দীর্ঘ এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, “আমরা ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারের শক্তি এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের লক্ষ্য— পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করা।”

তিনি আরও বলেন, “আমরা উভয়েই একমত হয়েছি যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে, যা আমরা বন্ধ করতে চাই। প্রেসিডেন্ট পুতিন আমার প্রচারাভিযানের মূল নীতিগুলোর একটি, ‘কমন সেন্স’ বা সাধারণ বুদ্ধিমত্তার ব্যবহারকে সমর্থন করেছেন।”

ট্রাম্প জানান, তারা পরস্পরের দেশে সফর করাসহ ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন। এর অংশ হিসেবে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যোগাযোগ করে আলোচনা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন।

এই আলোচনার জন্য ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবং বিশেষ দূত স্টিভ উইটকফকে দায়িত্ব দিয়েছেন। তিনি আশাবাদী যে আলোচনার মাধ্যমে একটি সফল সমাধান পাওয়া যাবে।

ট্রাম্প তার পুরনো দাবিও পুনর্ব্যক্ত করেন যে, তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন, তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কখনোই শুরু হতো না। তিনি বলেন, “এখন আর কোনো প্রাণহানি হওয়া উচিত নয়।”

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এই যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে। প্রায় তিন বছর ধরে চলা সংঘাতে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া— এই চারটি প্রদেশের আংশিক দখল নিয়েছে রাশিয়া।