আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রফি ট্যুর। কলকাতা নাইট রাইডার্সের হাত ধরে ভারতের ৯টি শহরে ঘুরবে আইপিএলের শিরোপা।
আগামী ১৪ ফেব্রুয়ারি গুয়াহাটিতে শুরু হয়ে ১৬ মার্চ কলকাতায় শেষ হবে এই ট্যুর। এর মধ্যে ভুবনেশ্বর, জামশেদপুর, রাঁচী, গ্যাংটক, শিলিগুড়ি, পাটনা ও দুর্গাপুরেও যাবে ট্রফিটি।
ভক্তরা ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিততে পারবেন। তবে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়রা এতে অংশ নেবেন কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।