শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মিমি চক্রবর্তীর জন্মদিন: বন্ধুরা ও মুখ্যমন্ত্রীর উপহার

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৫
১০:০৯ পূর্বাহ্ণ

১১ ফেব্রুয়ারি ছিল অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর জন্মদিন।

জন্মদিনের বিশেষ দিনটি তিনি তার কাছের বন্ধু-বান্ধবদের সঙ্গে কাটিয়েছেন। মধ্যরাতে মিমির বাড়িতে হাজির হয়েছিলেন বন্ধুরা এবং কেক কেটে জন্মদিন উদযাপন করেন। এই উপলক্ষে মিমি তার ইনস্টাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা জানানো ব্যক্তিদের ছবি শেয়ার করেন।

বিশেষ দিনটিতে মিমির কাছে একটি বিশেষ উপহার পাঠান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুলের তোড়া এবং একটি কার্ড পাঠিয়ে তাকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। মিমি এই উপহারের জন্য মমতাকে ধন্যবাদ জানিয়েছেন।

মিমি রাজনীতি থেকে বিদায় নিলেও, তিনি তার অভিনয় ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। জন্মদিনে তার একমাত্র ইচ্ছা ছিল, জীবনে প্রচুর টাকা উপার্জন করা।