রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

‘আয়নাঘর’ দেখেও ফ্যাসিবাদী শক্তির নির্লজ্জ অস্বীকার— আসিফ মাহমুদ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৫
৯:১৭ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ প্রতিবেদক :

পুরো বিশ্ব যখন ‘আয়নাঘর দেখেছে, তখনও ফ্যাসিবাদী শক্তি সেটি অস্বীকার করে নির্লজ্জ অবস্থান নিচ্ছে— এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বুধবার সরকার-নির্বাচিত কিছু গণমাধ্যম ও ভুক্তভোগীদের নিয়ে ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শনের পর বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘তারুণ্যের উৎসব’ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “এটিকে অস্বীকার করে কোনও লাভ হবে না। কারণ, জুলাই অভ্যুত্থানের গণহত্যা ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে নথিভুক্ত ও প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, “ফলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি, যারা গুম-খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল, তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃত হবে।” নিজের অভিজ্ঞতা স্মরণ বন্দিশালায় নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, “শুধু রুমের ভেতর ছাড়া আর কোথাও আমার চোখ খোলা হয়নি।”