শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভালোবাসা দিবসে দুর্ঘটনার শিকার অভিনেত্রী ঋতাভরী

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
৯:৩০ অপরাহ্ণ

ভালোবাসা দিবসে সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট পেয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, যার ফলে বাতিল করতে হয়েছে তার শুটিং পরিকল্পনা।

শুক্রবার সকালে নিজের বাড়ির সিঁড়ি থেকে হোঁচট খেয়ে পড়ে যান ঋতাভরী, এতে তার বাঁ পায়ে গুরুতর ব্যথা লাগে। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি জানান, তার পায়ে ব্যান্ডেজ বাঁধা রয়েছে এবং হাঁটা-চলা নিষেধ করা হয়েছে।

অভিনেত্রী লিখেছেন, “আমি এটা একদমই প্ল্যান করিনি! এমনিতেই ভ্যালেন্টাইন্স ডে রোম্যান্টিক কাটত না, কিন্তু বিষয়টা যে এতটা কষ্টদায়ক হবে, ভাবিনি।” তিনি আরও জানান, পুরো দিন আইস প্যাক ও পেইন কিলারের সঙ্গেই কেটেছে।

তার সহকারী জানিয়েছেন, বড় কোনো আঘাত না লাগলেও পা ফুলে গেছে এবং টিস্যুতে চোট লেগেছে। চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সপ্তাহের শুরুতে নতুন ছবির শুটিং শুরু করলেও আপাতত তা স্থগিত রাখতে হচ্ছে বলে জানান ঋতাভরী।