সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

হাসিনাকে ফেরানোর বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে সরকার

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
৯:৩৮ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, “আমরা ভারতে নোটিশ পাঠিয়েছি, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। তার বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের প্রতিবেদনসহ অসংখ্য প্রমাণ আমাদের কাছে আছে। তারা যা করেছে, তার সবকিছুর স্বাক্ষী এটি।”

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস আরও বলেন, “আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি এবং আশা করি এটি চলবে। আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই, কারণ এটি না হলে সাধারণ মানুষ আমাদের ক্ষমা করবে না।”

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় ১,৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ১৩ শতাংশ শিশু। এছাড়া আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর ৪৪ জন সদস্যও নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ড. ইউনূস জানান, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। তিনি বলেন, “আওয়ামী সরকারের সময়ে যখন সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছিল, তখন আমিরাতের অনেক প্রবাসী বাংলাদেশি রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। এ কারণে বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। সরকার গঠনের পর আমি আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের মুক্তি দিতে অনুরোধ করি। আমার অনুরোধে আটককৃত বাংলাদেশিদের দ্রুত মুক্তি দেওয়া হয়।”