ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এর ২৩তম আসর, যা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
উৎসবে প্রতিদিন চারটি করে সিনেমা প্রদর্শিত হবে। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘বলী’, ‘প্রিয় মালতী’, ‘রিকশা গার্ল’, ‘নকশীকাঁথার জমিন’, ‘পেয়ারার সুবাস’, ‘কাজলরেখা’, ‘ফাতিমা’, ‘দেয়ালের দেশ’ ও ‘তুফান’ প্রদর্শনের তালিকায় রয়েছে।
এছাড়া, ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’, সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, আমজাদ হোসেনের ‘ভাত দে’, চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’, কাজী হায়াতের ‘আম্মাজান’সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সিনেমাগুলো সকাল ১০টা, বেলা ১টা, বিকেল সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে, যার টিকিট মূল্য ৫০ টাকা। আয়োজকরা জানান, বসন্তের রঙ ও বাঙালির সংগ্রামী ইতিহাসকে স্মরণ করিয়ে দিতে এবারের উৎসবটি আরও বিশেষভাবে সাজানো হয়েছে।