ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। করাচিতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ২৪৩ রানে আটকে রেখে কিউইরা সহজ জয় নিশ্চিত করে।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। তার আগে এই জয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিল মিচেল স্যান্টনারের দল।
টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ইনফর্ম ফখর জামান (১০) ও সৌদ শাকিল (৮) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দলটি। বাবর আজম ৩৪ বলে ২৯ রান করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ৫৪ রানে তিন উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। তাদের ৮৮ রানের জুটি দলকে সম্মানজনক স্কোরের পথে এগিয়ে নেয়। রিজওয়ান ৭৬ বলে ৪৬ ও সালমান ৬৫ বলে ৪৫ রান করেন। পরে তৈয়ব তাহিরের ৩৩ বলে ৩৮, ফাহিম আশরাফের ২২ ও নাসিম শাহ’র ১৯ রানে নির্ধারিত ওভারের ৩ বল বাকি থাকতে ২৪৩ রানে অলআউট হয় পাকিস্তান।
নিউজিল্যান্ডের হয়ে উইলিয়াম ও’রুর্ক ৪টি এবং মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট নেন।
২৪৪ রানের লক্ষ্যে নিউজিল্যান্ড শুরুতে উইল ইয়াংকে (৫) হারালেও কেইন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের ৭১ রানের জুটি দলকে এগিয়ে নেয়। উইলিয়ামসন ৩৪ ও কনওয়ে ৪৮ রান করেন। এরপর ড্যারিল মিচেল ও টম ল্যাথামের ৮৭ রানের জুটি জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে। মিচেল ৫৭ ও ল্যাথাম ৫৬ রান করে আউট হলেও গ্লেন ফিলিপসের ২০ রানের ক্যামিওতে ২৮ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন নাসিম শাহ।