বোর্ডার-গাভাস্কার সিরিজের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খেলোয়াড়দের জন্য বেশ কিছু কঠোর নিয়ম বেঁধে দিয়েছে। এর মধ্যে অন্যতম— ৩০ দিনের বেশি সফরে গেলে একজন ক্রিকেটার সর্বোচ্চ পাঁচটি ব্যাগ নিতে পারবেন, যার মধ্যে দুটি খেলার কিট ব্যাগ। মোট ওজন ১৫০ কেজির বেশি হওয়া চলবে না। তবে এক তারকা ক্রিকেটারের ২৭টি ব্যাগ বহন নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ওই ক্রিকেটার অস্ট্রেলিয়া সফরে ২৭টি ব্যাগ নিয়ে যান, যার মধ্যে ১৭টি ব্যাট ও তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত সামগ্রী ছিল। এসব ব্যাগের মোট ওজন ছিল প্রায় ২৫০ কেজি, যা বিসিসিআইয়ের জন্য বাড়তি খরচের কারণ হয়ে দাঁড়ায়। যদিও বোর্ড আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করেনি, তবে সন্দেহের তীর বিরাট কোহলির দিকে।
বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারত ৪-১ ব্যবধানে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়। এরপরই বিসিসিআই ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম জারি করে, যার মধ্যে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলার বাধ্যবাধকতাও রয়েছে।
ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে এই নিয়ম কার্যকর হবে। টিম ম্যানেজারকে এসব নিয়মের সঠিক বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সফরে ব্যক্তিগত রাঁধুনি নেওয়া নিষিদ্ধ, দলীয় অনুশীলনে বাধ্যতামূলক উপস্থিতি এবং সিরিজ চলাকালীন ফটোশ্যুটসহ বিভিন্ন কার্যক্রমেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ৩০ দিনের কম সময়ের সফরে ক্রিকেটাররা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিতে পারবেন না। তবে কেউ যদি ব্যতিক্রম চায়, তাহলে তাকে ব্যক্তিগতভাবে খরচ বহন করতে হবে। বোর্ড এ সংক্রান্ত কোনো ব্যয় বহন করবে না।