ভারতের আদানি পাওয়ার আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে আবারও পূর্ণমাত্রায় ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে। বকেয়া পরিশোধ নিয়ে জটিলতার কারণে গত অক্টোবরে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে দিয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মকালীন বিদ্যুতের চাহিদা বিবেচনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) আদানিকে পূর্ণমাত্রায় সরবরাহের অনুরোধ জানায়, যা তারা মেনে নিয়েছে। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্রটি শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে।
তবে বাংলাদেশ ডিসকাউন্ট ও ট্যাক্স সুবিধার অনুরোধ জানালেও আদানি পাওয়ার তা প্রত্যাখ্যান করেছে। রয়টার্সকে দেওয়া এক সূত্রের তথ্য অনুযায়ী, “তারা কোনো ধরনের ছাড় দিতে চায় না, এমনকি ১০ লাখ ডলারও না। বিপিডিবি পারস্পরিক সমঝোতার চেষ্টা করলেও আদানি মূল চুক্তির শর্তের ওপর জোর দিচ্ছে।”
বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিমের কাছে রয়টার্স মন্তব্য চাইলেও তিনি কোনো উত্তর দেননি। আদানি পাওয়ারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত ডিসেম্বরেই আদানি দাবি করেছিল, বাংলাদেশের কাছে তাদের ৯০০ মিলিয়ন ডলার পাওনা রয়েছে। তবে বিপিডিবি সে সময় জানিয়েছিল, পাওনার পরিমাণ ৬৫০ মিলিয়ন ডলার। বিদ্যুতের মূল্য নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকায় এই জটিলতা তৈরি হয়।
এর আগে বিপিডিবি আদানি পাওয়ারের কাছে ট্যাক্স সুবিধা ও মে মাস পর্যন্ত বিদ্যুতের মূল্যে ডিসকাউন্ট চেয়ে প্রস্তাব দেয়। তবে আদানি সেই শর্তগুলো গ্রহণ করেনি।