সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে আসছে জ্বালানি ও প্রতিরক্ষা বাণিজ্যচুক্তি

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৫, ২০২৫
৮:১৬ পূর্বাহ্ণ

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিগগিরই একটি গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, চুক্তিটি এমনভাবে তৈরি করা হবে যাতে উভয় দেশই লাভবান হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বর্তমানে ওয়াশিংটন সফরে রয়েছেন মোদি। হোয়াইট হাউসে বৈঠকের আগে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তেল ও গ্যাসের বাণিজ্যিক বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি পারমাণবিক শক্তি খাতেও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, আগামী সাত মাসের মধ্যেই চুক্তিটি বাস্তবায়ন হতে পারে।

এদিকে প্রতিরক্ষা খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। মোদি জানিয়েছেন, ভারত মার্কিন প্রতিরক্ষা সরঞ্জামের ক্রয় শত কোটি ডলারে উন্নীত করতে চায়। যুক্তরাষ্ট্রকে অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী হিসেবে দেখতে চায় নয়াদিল্লি।

মোদির বক্তব্যে সায় দিয়ে ট্রাম্প বলেন, ভারতকে অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সরবরাহ করা হবে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর ভারতের উচ্চ শুল্কের বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। ট্রাম্প স্পষ্ট জানান, যদি ভারত শুল্ক না কমায়, তবে ভারতীয় পণ্যের ওপরও উচ্চ শুল্ক আরোপ করা হবে।

জবাবে মোদি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেন। আমিও ভারতের স্বার্থকে সবার ওপরে রাখি।