শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৫, ২০২৫
১১:৩২ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ প্রতিবেদক :

টঙ্গীতে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। রাতে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির  নাম নাজমুল হোসেন (৭৫)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে।

সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েমএ তথ্য জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার দিদার তরফদার (৫৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়।  দিদার খুলনা জেলা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।