কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের পরীক্ষায় ভুল প্রশ্ন দেওয়া হয়েছে যেখানে ২০২৪ সালে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধানের রাজনৈতিক আশ্রয় নেওয়ার প্রসঙ্গ উল্লেখ করা হয় যা সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় একটি প্রশ্ন ছিল— “২০২৪ সালে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন?” এটি ‘বিশ্বায়নের পৃথিবীতে ভারতের পররাষ্ট্রনীতি’ বিষয়ক প্রশ্নের অংশ ছিল।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী সব্যসাচী বসু রায় চৌধুরী বলেছেন, “প্রশ্নটি সম্পূর্ণ ভুল। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন, শেখ হাসিনা ছিলেন সরকারপ্রধান। এছাড়া, ভারত এখন পর্যন্ত তাকে কোনো রাজনৈতিক আশ্রয় দেয়নি। এমন ভুল তথ্য শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “এটি কি সাধারণ ভুল, নাকি শিক্ষার্থীদের জ্ঞান যাচাইয়ের জন্য ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তা খতিয়ে দেখা দরকার।”
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সমীর কুমার দাস জানিয়েছেন, “এটি সাধারণ জ্ঞানের একটি প্রশ্ন হতে পারে, তবে রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি স্পষ্ট নয়। এটি ভারতের কূটনৈতিক অবস্থানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটিও ভাবার বিষয়।”
বিশ্ববিদ্যালয়ের ইউজি বোর্ডের এক সদস্য জানান, প্রশ্নপত্র তৈরির আগে তিনটি সেট প্রস্তুত করা হয় এবং একটি চূড়ান্ত করা হয়। তবে এই প্রশ্ন নিয়ে আগে কেউ আপত্তি তোলেননি, তাই এটি পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে।