শনিবার কর্ণাটকের বেলাগাভিতে এক অটো চালকের সঙ্গে সড়ক দুর্ঘটনা নিয়ে বিতর্কের একপর্যায়ে মারধরের শিকার হন ভারতের গোয়ার সাবেক আইনপ্রণেতা (এমএলএ) লাভু মামলতদার, পরে হোটেলে ফিরে হঠাৎ সিঁড়িতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়
ব্যবসায়িক কাজে কর্ণাটকের বেলাগাভিতে গিয়েছিলেন লাভু মামলতদার। সেখানেই এক অটো চালকের সঙ্গে সড়ক দুর্ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চালক তাকে কয়েকবার আঘাত করেন। পরে হোটেলে ফিরে হঠাৎ সিঁড়িতে পড়ে গেলে কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
২০১২ সালে মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টির হয়ে আইনপ্রণেতা নির্বাচিত হয়েছিলেন লাভু মামলতদার এবং ২০১৭ সাল পর্যন্ত পদে ছিলেন। পরে ২০২২ সালে কংগ্রেসে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি। এর আগে তিনি গোয়া পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।