সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কারা হচ্ছেন চ্যাম্পিয়ন ট্রফির ধারাবাষ্যকার?

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৮, ২০২৫
৭:০০ অপরাহ্ণ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ আর ২৪ ঘণ্টা পর শুরু হতে যাচ্ছে, এবং এতে থাকছে তারকা পূর্ণ ধারাভাষ্য প্যানেল।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচগুলোর ধারাভাষ্যকার হিসেবে আইসিসি প্রকাশ করেছে কিছু জনপ্রিয় ও অভিজ্ঞ মুখ। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এই প্যানেলে আছেন আতহার আলী খান।

প্যানেলে আরও আছেন বিশ্বখ্যাত ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেট তারকা নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, এবং রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, মেল জোন্স, ওয়াসিম আকরাম, এবং সুনীল গাভাস্কার।

এছাড়া, পরিচিত ধারাভাষ্যকারদের মধ্যে হার্শা ভোগলে, মাইকেল আথারটন, এমপুমেলেলো এমবাংওয়া, কাস নাইডু, এবং সাইমন ডুলও থাকছেন।

বিশেষজ্ঞ বিশ্লেষণের দায়িত্বে থাকবেন ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, ক্যাটি মার্টিন, শন পোলক, আতহার আলী খান, এবং ইয়ান ওয়ার্ড।

খেলা দেখার উপায়

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো টিভিতে সরাসরি সম্প্রচার হবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।

  • বাংলাদেশে: টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে সরাসরি সম্প্রচার
  • অনলাইন: টফি অ্যাপে সরাসরি খেলা দেখা যাবে

এই টুর্নামেন্টে সব দর্শকই ইংরেজি, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, এবং কন্নড় ভাষায় ধারাভাষ্য শুনতে পারবেন।