শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কলকাতার রেস্টুরেন্টে কিউআর কোডের মাধ্যমে অভিনব চুরির ঘটনা

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৮, ২০২৫
৭:০৪ অপরাহ্ণ

কলকাতার পার্ক সার্কাসে একটি রেস্টুরেন্টে অভিনব পদ্ধতিতে চুরির ঘটনা ঘটেছে, যেখানে কিউআর কোড ব্যবহার করে ১ লাখ টাকা আত্মসাৎ করেছে রেস্টুরেন্টের দুই কর্মী। অভিযুক্তরা হলেন প্রসেনজিৎ মাইতি (পরিচারক) ও শেখ গোলাম নবি আজাদ (ক্যাশিয়ার), যাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসেনজিৎ কয়েক মাস আগে রেস্টুরেন্টে যোগ দিয়েছিলেন, আর গোলাম নবি দীর্ঘদিন ধরে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

তদন্তে জানা যায়, তারা অনলাইন পেমেন্টকারী গ্রাহকদের টার্গেট করতেন। যখন গ্রাহকরা খাবারের বিল দেওয়ার জন্য কিউআর কোড স্ক্যান করতেন, তখন সেই টাকা রেস্টুরেন্টের অফিসিয়াল অ্যাকাউন্টে না গিয়ে ক্যাশিয়ারের ব্যক্তিগত অ্যাকাউন্টে চলে যেত।

প্রসেনজিৎ বিল সংগ্রহ করতেন এবং গোলাম নবি গ্রাহকদের তার ব্যক্তিগত কিউআর কোড স্ক্যান করতে প্ররোচিত করতেন। এই কৌশলে বিগত কয়েক মাসে তারা লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।

রেস্টুরেন্টের মালিকরা যখন আর্থিক বছরের শেষে হিসাব মেলাতে গিয়ে বিশাল গরমিল দেখতে পান, তখন সন্দেহ হয় এবং গোলাম নবি কে জেরা করা হলে সে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে শারীরিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে নেয়।