রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে চার ঘণ্টার একটি ম্যারাথন বৈঠক করেছেন, যার মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন, বৈঠকটি অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক ছিল। তিনি আরও বলেন, “রাশিয়ার অবস্থান শোনার ক্ষেত্রে আমেরিকার মতো নয়, বরং রাশিয়া সংলাপ শুরু করার, আমাদের অবস্থান বোঝানোর এবং ঐক্যমত পোষণ করা বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য অত্যন্ত পরিষ্কার প্রচেষ্টা করেছে।”
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকে একে অপরকে আরও ভালোভাবে বোঝার সুযোগ সৃষ্টি হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ইয়োরি উশাকভ বৈঠকটি খারাপ হয়নি বলে মন্তব্য করেছেন এবং দুদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়া সম্ভব কিনা, তা বলা কঠিন বলে জানিয়েছেন। তিনি বলেন, “আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে।”
এছাড়া, রুশ প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গত সপ্তাহে টেলিফোনে আলোচনার পর রিয়াদে বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। তবে, বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধি না থাকার কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা কিয়েভের অংশগ্রহণ ছাড়া কোনো শান্তিচুক্তি মেনে নেবেন না।
বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইয়োরি উশাকভ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন।