রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা ৪৮ হাজার ৩০০ ছাড়ালো

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৯, ২০২৫
৮:৪০ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আরও ৬ জন ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপের ভেতর থেকে। এই উদ্ধার অভিযানের মাধ্যমে গাজার বর্তমান মানবিক সংকট আরও গভীর হয়ে উঠেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা এখন প্রায় ৪৮ হাজার ৩০০ জনে পৌঁছেছে।

ফিলিস্তিনির স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে এই মৃতদেহগুলো উদ্ধার করেছেন। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, এই হামলায় গত ২৪ ঘণ্টায় আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, ১৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহতদের মোট সংখ্যা এক লাখ ১১ হাজার ৭২২ জনে পৌঁছেছে। উদ্ধারকর্মীরা এখনও অনেক আহত মানুষকে ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করতে পারছেন না, যা সংকট আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় ইসরায়েলি বাহিনী আরও দুটি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং পশ্চিম তীরে জাতিসংঘ পরিচালিত তিনটি স্কুলের পাশাপাশি একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রেও হামলা চালিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানিয়েছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের জন্য আলোচনা এই সপ্তাহে হবে।

১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও সেখানে প্রতিদিনই নতুন মৃত্যুর ঘটনা ঘটছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বিনিময় ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তৎপরতা চলছে, তবে গাজায় এখনো পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। জাতিসংঘের মতে, ইসরায়েলের হামলায় গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।