শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাকার মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি,নিহত ২

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২০, ২০২৫
১২:৫৬ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ প্রতিবেদক :

ঢাকার মোহাম্মদপুরে বুধবার রাতে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন ,মিরাজ ও জুম্মান। এসময় পাঁচ জন আত্মসমর্পণ করেছেন বলেও পুলিশ জানিয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) মো. হাফিজুর রহমান জানান, নাশকতার প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযানে নামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল। দলটি বসিলা ব্রিজের আগে চাঁদ উদ্যান এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি শুরু করে। এসময় যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে পুলিশ ও সেনা সদস্যদের ওপর হামলা থামিয়ে পাঁচ জন আত্মসমর্পণ করে এছাড়া দুজন মারা যায় ।

তাদের নামে হামলা, মারপিট, অস্ত্র, মাদকসহ সন্ত্রাসী তৎপরতার একাধিক মামলা রয়েছে। আত্মসমর্পণ করা ব্যক্তিরাও সন্ত্রাসের সঙ্গে জড়িত। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান হাফিজুর রহমান।