ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) আয়োজিত ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ফেস্টিভ্যাল ডিরেক্টর হোসেন আহমেদ হাসিবুল হক, ফেস্টিভ্যাল কোঅর্ডিনেটর এস. এম. রাহনুমা অপশরা এবং পিআর ম্যানেজার মো. সামিউজ্জামান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
স্টার সিনেপ্লেক্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের উৎসবে ২৮টি দেশের চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হবে। ২২ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ইউল্যাব ক্যাম্পাসে চলচ্চিত্র উৎসব শুরু হবে এবং ২৩ ফেব্রুয়ারি ৬:৩০ টায় সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ফেস্টিভ্যালটির সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবারের উৎসবে ৪টি ক্যাটাগরিতে চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে: ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিকাল ফিল্ম এবং ওয়ান মিনিট। প্রতিটি বিভাগের মধ্যে নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
ওপেন ডোর ও ভার্টিকাল ফিল্ম বিভাগের বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশি পরিচালক তানিম রহমান আংশু এবং শর্ট ফিল্ম ও ওয়ান মিনিট বিভাগের বিচারক হিসেবে থাকবেন হলিউড পরিচালক ও লেখক রিচার্ড গ্রিনউড জুনিয়র।
এছাড়া, এবারের উৎসবের স্লোগান হচ্ছে “নিউ জেনারেশন, নিউ টুলস, নিউ কমিউনিকেশন”, যা মোবাইল ফিল্মমেকিংয়ের প্রচারে নিবেদিত একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।