রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ব্যাটারদের জন্য ‘নতুন বল’ আতঙ্ক, হৃদয়ের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২০, ২০২৫
৬:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশের ব্যাটারদের জন্য রীতিমতো আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ‘নতুন বল’। দুবাইয়ের স্লো উইকেটেও নতুন বল সামলাতে হিমশিম খেয়েছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তদের ব্যর্থতায় শুরুতেই পথ হারায় বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে টাইগাররা যখন খাদের কিনারায়, তখন শক্ত হাতে হাল ধরেন তাওহিদ হৃদয় ও জাকের আলি।

ষষ্ঠ উইকেট জুটিতে তারা রেকর্ড গড়লেও জাকের ফিরলেও হৃদয় সেঞ্চুরি করেছেন, যা বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি দিয়েছে।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৯ ওভার ৪ বলে ২২৮ রান তুলে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন হৃদয়, এছাড়া ফিফটি পেয়েছেন জাকের। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি।