ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৩৪০ জনে।
ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারীরা জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আহত হয়ে আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৭৫৩ জনে পৌঁছেছে। তবে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।
গাজায় গত ১৯ জানুয়ারি থেকে তিন পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে, যার মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত রয়েছে। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করেনি।
জাতিসংঘের মতে, ইসরায়েলের হামলার ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ জনগণ বাস্তুচ্যুত হয়েছে, এবং উপত্যকার ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।