ফ্রেশ নিউজ :
আগামী ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করবে ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল। জুলাই অগাস্টের গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা এই দল গঠন করছেন।
সোমবার রাতে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি জানান, আগামী শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নতুন এই দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
এই অনুষ্ঠানে জুলাই-অগাস্টের আন্দোলনে নিহতদের পরিবার, আহত ছাত্র জনতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হবে। দলের নাম কিংবা কমিটি কাদের নেতৃত্বে হচ্ছে আত্মপ্রকাশের আগে সেটি এখনই জানানো হবে না ।