রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৯৫ হাজারের বেশি সৈন্য নিহত

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৫, ২০২৫
৮:১২ অপরাহ্ণ

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার ৯৫ হাজারের বেশি সৈন্য নিহত হয়েছেন বলে রুশ স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনটি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রাশিয়া সার্ভিসের সঙ্গে সমন্বয় করে তৈরি করা হয়েছে। তবে ক্রেমলিন প্রতিবেদনটির বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

মিডিয়াজোনা এবং বিবিসি রাশিয়া রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য এবং নতুন স্মৃতিসৌধ ও সমাধির তথ্য যাচাই করে নিহত সৈন্যদের তালিকা করেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তৃতীয় বার্ষিকী উপলক্ষে সোমবার এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়, যেখানে নিহত সৈন্যদের ছবি ও প্রাথমিক তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে।

প্রতিবেদনটির সঙ্গে রাশিয়ার শিল্পী ভ্যাসিলি ভেরেশচাগিনের বিখ্যাত চিত্রকর্ম ‘‘দ্য অ্যাপোথোসিস অব ওয়ার’’ এর আদলে তৈরি একটি ইনফোগ্রাফ প্রকাশ করা হয়েছে, যেখানে মাথার খুলির বিশাল স্তূপ এবং নিহত সৈন্যদের মৃত্যুর তারিখ, বয়স, অঞ্চল এবং ইউনিটের তথ্য রয়েছে।

এখন পর্যন্ত নিহত সৈন্যদের তালিকায় ৯৫ হাজার ৩০০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকেই হালনাগাদ করা হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি প্রতিবেদনের বিষয়ে অবগত নন এবং সৈন্যদের হতাহতের পরিসংখ্যানের বিষয়ে কোন মন্তব্যও করেননি।