রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুবাইতে দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৮, ২০২৫
৮:৩৬ অপরাহ্ণ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব শেষের পথে। আয়োজক পাকিস্তানের অধীনে থাকলেও নিরপেক্ষ ভেন্যু হিসেবে ভারতের জন্য ম্যাচ আয়োজন করছে দুবাই। সেখানে গ্রুপপর্ব ও সেমিফাইনালের আরও দুটি ম্যাচ নিশ্চিত হয়েছে। ভারত ফাইনালে উঠলে সংযুক্ত আরব আমিরাতের এই মাঠেই চূড়ান্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হতে যাওয়ায় দুবাইতে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালে দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার সরবরাহের ঘোষণা দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে ইসিবি এই তথ্য নিশ্চিত করেছে। রমজান মাসে স্টেডিয়ামে দর্শকদের বাড়তি দামে খাবার কেনার প্রয়োজন হতে পারে, যা অনেকের জন্য অসুবিধার কারণ হতে পারে। সেই চিন্তা থেকেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইসিবির পক্ষ থেকে বিনামূল্যে ইফতার বক্স সরবরাহ করা হবে।

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ইসিবি জানায়, ‘রমজানের চেতনাকে সমুন্নত রাখতে আমরা ঘোষণা করছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকদের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। যা শুরু হবে ২ মার্চ রোববার ‘‘এ’’ গ্রুপে নিউজিল্যান্ড–ভারত ম্যাচের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে নির্ধারিত সময়ে ইফতার বক্স বিতরণ করা হবে।’

মধ্যপ্রাচ্যে আগামীকাল (শনিবার) অথবা পরশুদিন থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দুবাইয়ে রোববার নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার গ্রুপপর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৪ মার্চ সেখানেই প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ভারতের জন্য সেমিফাইনালের সূচি নির্ধারিত থাকলেও তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। ‘এ’ গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ড বাদে বাকি তিন দল—অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা এখনো সেমিফাইনালের দৌড়ে আছে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান জয় পেলে তারা সেরা চার নিশ্চিত করবে। তবে অস্ট্রেলিয়া জয়ী হলে তাদের সঙ্গে দক্ষিণ আফ্রিকাও সেমিফাইনালে জায়গা করে নেবে। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। যদি অস্ট্রেলিয়া হেরে যায় এবং ইংল্যান্ড জয়ী হয়, তাহলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান হবে এবং তখন নির্ধারণী হবে নেট রানরেট।

রমজানের মধ্যে দুবাইতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোতে দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার সরবরাহের এই উদ্যোগ মুসলিম দর্শকদের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।