চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যা নিয়ে দেশ ছাড়তে হয়েছিল টাইগারদের, তা একেবারেই পূরণ করতে পারেনি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। বাজে পারফরম্যান্স এবং ব্যর্থতার গ্লানি নিয়ে শুক্রবার রাত ১১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টাইগাররা।
দেশে ফিরে ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ খুব বেশি থাকছে না, কারণ তারা দ্রুতই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে নামবেন। এর আগে, ভারতের বিপক্ষে বড় হারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। টপ অর্ডার ব্যর্থতার কারণে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। এরপরেও বোলাররা যথেষ্ট লড়াই করেছেন। পরের ম্যাচে আবারও ব্যাটারদের ব্যর্থতায় আড়াইশ রানও তুলে ফেলতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের শেষ ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে, যেখানে বৃষ্টির কারণে টসও হয়নি। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দল এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসরে বাংলাদেশের প্রাপ্তি শুধুমাত্র এই এক পয়েন্ট। তিনটি ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে একটি ম্যাচ পরিত্যক্ত হয়, আর নেট রানরেটের কারণে তারা পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে।