শনিবার
১লা মার্চ, ২০২৫
১৬ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাত মাসের সাজা এড়াতে ১০ বছর পলাতক, শেষ রক্ষা হলো না

Fresh News রিপোর্ট
মার্চ ১, ২০২৫
১০:১১ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ :

ঝালকাঠির নলছিটি উপজেলার মুছা ওরফে বাদল হাওলাদার (৫২) সাত মাসের কারাদণ্ড থেকে বাঁচতে টানা ১০ বছর পলাতক ছিলেন।

তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে।

নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ জানান, ২০১৪ সালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মাদক মামলায় বিচার শেষে বাদল হাওলাদারকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, ১০ বছর আত্মগোপনে থাকার পর সম্প্রতি বাদল হাওলাদার বাড়িতে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠির নলছিটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।