সোমবার
৩রা মার্চ, ২০২৫
১৮ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

রমজানে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক লেনদেন

Fresh News রিপোর্ট
মার্চ ২, ২০২৫
১১:৪৭ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :  

প্রতি বছরের মতো এবারও রমজান মাসে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে। তবে ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে, দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে, বিরতির মধ্যেও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখতে হবে। রমজান শেষে আগের নিয়মে ফিরবে ব্যাংক রমজানের আগে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল। রমজান শেষে আবার আগের সময়সূচিতে ফিরবে ব্যাংকিং কার্যক্রম। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দাপ্তরিক কাজ সারতে হবে।