রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর

Fresh News রিপোর্ট
মার্চ ৪, ২০২৫
১২:৫১ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রিফাত (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন। তিনি আজিমপুর রায়হান কলেজের শিক্ষার্থী।

নিহত রিফাতের  বন্ধু ওমর ফারুক জানান , রাতে টঙ্গীবাড়ী আব্দুল্লাহ ব্রিজে এলাকা থেকে মধ্যরাতে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় রিফাত। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান , মধ্যরাতে আহত অবস্থায় এক কলেজ শিক্ষার্থীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।