রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৩০ জনের লাশ উদ্ধার

Fresh News রিপোর্ট
মার্চ ৬, ২০২৫
১০:৫২ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৪৮ হাজার ৪৫০ জনে পৌঁছেছে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরও ৩০ জনের লাশ উদ্ধার করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন এবং আগে আহত এক ফিলিস্তিনিও মারা গেছেন। এছাড়া এখন পর্যন্ত এই হামলায় আহতের সংখ্যা প্রায় ১ লাখ ১১ হাজার ৮৪৫ জনে পৌঁছেছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন, কিন্তু পরিস্থিতির কারণে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও সেখানে প্রাণহানি অব্যাহত রয়েছে। তিন-পর্যায়ের এই চুক্তির মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি, যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধারের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও উন্মোচিত করছে।