ফ্রেশ নিউজ :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপির এক নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) সন্ধ্যায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
অভিযুক্ত এস, এম শহিদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং পঞ্চসোনা গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পতিত সরকারের দোসরদের সহযোগিতা ও মদদ প্রদান, সন্দেহের বশে যুবদল নেতাকর্মীকে মারধর এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহনযোগ্য হয়নি। যে কারণে এস, এম শহিদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে।