শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার তাপমাত্রা বাড়তে পারে

Fresh News রিপোর্ট
মার্চ ৯, ২০২৫
১০:২৫ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার তাপমাত্রা আগের তুলনায় সামন্য পরিমাণ বাড়তে পারে। ফলে পরিবেশে গরমের অনুভূতিও কিছুটা বেশি থাকতে পারে।  আর আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।

রোববার (৯ মার্চ) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে। ফলে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। আর এই সময়ের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে সারাদেশেই গরমের অনুভূতি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আর চলতি সপ্তাহের শেষাংশে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।