রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঝালকাঠি শহরে ডাকাতির চেষ্টা, পুলিশসহ আহত ৫

Fresh News রিপোর্ট
মার্চ ৯, ২০২৫
৯:৪১ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্র ডাক্তারপট্টিতে (স্বর্ণকার পট্টি) ডাকাতির চেষ্টা করেছে এক দল ব্যক্তি।

রোববার (৯ মার্চ) সন্ধ্যায় ইফতার চলাকালে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির চেষ্টা চালানো হয়। ঘটনার সময় বোমা বিস্ফোরণ কেঁপে করা হয় । এ সময় সাতটেল অ্যান্ড রেস্টুরেন্টের গ্লাসে দুটি গুলি লাগে। তবে কেউ আহত হননি।

এ সময় ফায়ার সার্ভিস মোড়, জেলা পুলিশ লাইনের সামনে, ষাটপাকিয়া স্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে পুলিশ ও স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে দুজন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাগরিবের নামাজের সময় শহরের ডাক্তারপট্টি এলাকায় ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। কিন্তু স্থানীয় জনগণ ও পুলিশ সদস্যরা তাদের প্রতিহত করেছেন। তবে ককটেল বিস্ফোরণ করতে করতে পালিয়ে যায় ডাকাতেরা। শহরে বাড়তি পুলিশ মোতায়েন আছে। সেনাসদস্যরা টহলে রয়েছেন। বিভিন্ন স্থানের সিসি ফুটে যাচাই করে ডাকাতদের শনাক্ত করা হবে।