রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরিজ শুরু হবে ২৪ এপ্রিল

Fresh News রিপোর্ট
মার্চ ১১, ২০২৫
১২:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল আগামী এপ্রিল মাসে শ্রীলঙ্কায় গিয়ে ছয়টি ওয়ানডে ম্যাচ খেলবে, সিরিজ শুরু হবে ২৪ এপ্রিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন করে এই সিরিজ আয়োজন করেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আজ এক বিবৃতি দিয়ে সফরের সূচি প্রকাশ করেছে। সফর শুরু হবে ২৪ এপ্রিল একটি ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে। এরপর ২৬ এপ্রিল শুরু হবে প্রথম ওয়ানডে, এবং সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২৮ এপ্রিল, ১ মে, ৩ মে, ৬ মে, ও ৮ মে।

সিরিজের সবকটি ম্যাচ হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে, তবে ম্যাচের সময় এখনও নির্ধারণ করা হয়নি।