ইউক্রেন ঘোষণা দিয়েছে যে, তারা রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত। সৌদি আরবে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত আসে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক বৈঠকের পর ইউক্রেন জানায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে তারা রাজি আছে। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়ার কাছে প্রস্তাব উপস্থাপন করা হবে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই প্রস্তাবে সম্মত হতে রাশিয়াকে রাজি করানোর দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের। সম্প্রতি ওভাল অফিসে জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার উত্তপ্ত বাক্যবিনিময়ের পর এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে। এই সহায়তা ট্রাম্প-জেলেনস্কির বাকবিতণ্ডার পর স্থগিত করেছিল ওয়াশিংটন।
সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আশা প্রকাশ করেন, রাশিয়া যুদ্ধবিরতি মেনে নেবে। তিনি বলেন, ইউক্রেন গুলিবর্ষণ বন্ধ করে আলোচনায় বসতে প্রস্তুত, তবে রাশিয়া যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে বোঝা যাবে শান্তির পথে বাধা কোথায়।
এদিকে, আলোচনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে রাশিয়া এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ক্রেমলিন জানিয়েছে, আলোচনার ফলাফল সম্পর্কে ওয়াশিংটনের কাছ থেকে তথ্য পাওয়ার পর তারা বিবৃতি দেবে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে এবং বর্তমানে দেশটির প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।