ফ্রেশ নিউজ :
ট্রাকচাপায় এক শ্রমিকের মৃত্যুতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা।
বুধবার সকালে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছন।
তিনি জানান, আজ সকাল ৬টায় ওই শ্রমিকের ডিউটি ছিল। কিন্তু সকাল পৌনে ৬টার দিকে কারখানায় যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় তার মৃত্যু হয়। ওই শ্রমিকের মৃত্যুর প্রতিবাদেই তার সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।